Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Annual monitoring plan in the offices of the Deputy Inspector General by the Monitoring Team of the Head Office.
Details

বিষয়: প্রধান কার্যালয়ের পরিবীক্ষণ (Monitoring) দল কর্তৃক উপমহাপরিদর্শকের কার্যালয়, ফরিদপুর এর বার্ষিক পরিবীক্ষণ পরিকল্পনা।

প্রধান কার্যালয়ের পরিবীক্ষণ দল কর্তৃক ২০২১ খ্রি. সনের নিম্নবর্ণিত সময়সূচী অনুযায়ী উপমহাপরিদর্শকের কার্যালয়, ফরিদপুর  পরিবীক্ষণ/মূল্যায়ন পূর্বক সুপারিশসহ প্রতিবেদন দাখিল করবেন:

ক্রমিক নম্বর

পরিবীক্ষণ দল

সময়সূচী

১.

ক) জনাব সাবিহা মুক্তা

উপমহাপরিদর্শক (সাধারণ)

 

খ) জনাব নুসরাত জাহান

সহকারি মহাপরিদর্শক (সাধারণ)

 

জানুয়ারি-মার্চ ২০২১ খ্রি.

 

২.

গ) জনাব ফরিদ আহম্মেদ

যুগ্ম মহাপরিদর্শক (সেফটি)

 

 ঘ) জনাব মো: আব্দুল আউয়াল

সহকারি মহাপরিদর্শক (সেফটি)

 

এপ্রিল-জুন ২০২১ খ্রি.

 

৩.

ঙ) জনাব মোঃ ইউসুফ আলী

উপমহাপরিদর্শক (প্রশাসন ও উন্নয়ন)

 

 চ) জনাব এ.কে.এম. মানছুরুল হক

সহকারি মহাপরিদর্শক (সাধারণ)

জুলাই-সেপ্টেম্বর ২০২১ খ্রি.

 

৪.

ছ) জনাব ডা. সৈয়দ আবুল এহসান

যুগ্মমহাপরিদর্শক (প্রশাসন ও উন্নয়ন)

 

জ) জনাব আব্দুল কাইউম

 সহকারি মহাপরিদর্শক (সাধারণ)

অক্টোবর-ডিসেম্বর ২০২১ খ্রি.

 

২। পরিবীক্ষণ দল নং ০১ (এক), জনাব সাবিহা মুক্তা, উপমহাপরিদর্শক (সাধারণ) ও জনাব নুসরাত জাহান,সহকারি মহাপরিদর্শক (সাধারণ) আগামী ০৯/০৩/২০২১ খ্রি. ও ১০/০৩/২০২১ খ্রি. তারিখে উপমহাপরিদর্শকের কার্যালয়, ফরিদপুর পরিবীক্ষণ/মূল্যায়ন করবেন।

৩। অত্র কার্যালয়ের সকল শ্রম পরিদর্শকগণ আগামী ০৭/০৩/২০২১ খ্রি. তারিখের মধ্যে নিজ নিজ পরিদর্শনসূচী, নোটিশ, পরিদর্শন রেজিস্টার এবং ব্যক্তিগত সকল রেজিস্টার হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো।

৪। অত্র কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সকল বিল ফাইল ও রেজিস্টার হালনাগাদ করবেন।

৫। উপমহাপরিদর্শক মহোদয় আগামী ০৮/০৩/২০২১ খ্রি. তারিখে অত্র কার্যালয়ের সকল কর্মকর্তার পরিদর্শনসূচী, নোটিশ, পরিদর্শন রেজিস্টার, ব্যক্তিগত সকল রেজিস্টার ও অফিসের সকল বিল ফাইল ও রেজিস্টার যাচাই করবেন।

 

Publish Date
15/02/2021
Archieve Date
31/12/2021